বান্দরবন ভ্রমণ
ছুটিতে বান্দরবানের নিলাচল, নীলগিরি, চিম্বুক পাহাড় ভ্রমণ। এক কথায় বলা যেতে যেতে পারে বান্দরবানের রিলাক্স ট্যুর। ৩ রাত ২ দিন
ভ্রমন স্থানঃ
১. নিলাচল
২. নীলগিরি
৩. চিম্বুক পাহাড়
৪. মেঘলা রিসোর্ট
৫. শৈলপ্রপাত
ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
- প্রথম রাত: ঢাকার পান্থপথ/কলাবাগান কাউন্টার থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু।
- প্রথম দিন: সকালে বান্দরবান নেমে হোটেলে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে প্রথমে মেঘলা পর্যটন কমপ্লেক্স চলে যাবো, কমপ্লেক্স এর পুরোটা ঘুরে দেখবো। লাঞ্চের পর স্বর্নমন্দির পরিদর্শন শেষে বিকেলে মেঘ আর বার্ডস আই ভিউতে বান্দরবান দেখতে নীলাচল যাবো। যতক্ষণ ইচ্ছে ঘুরবো নীলাচলে।
সন্ধ্যায় ফিরে আসবো হোটেলে। সবাই মিলে কফি খাব, এরপর ব্যক্তিগত সময়। চাইলে এসময়ে যার যার মতো শপিং করে নির্দিষ্ট সময়ের মধ্যে হোটেলে ফিরে আসবো। এরপর সবাই রাতের খাবার(বার বি কিউ ডিনার) শেষ করে হোটেলে রাত্রিযাপন। - দ্বিতীয় রাত: বান্দরবানে হোটেল হিলভিউ/সমমানের হোটেলে রাত্রিযাপন।
- দ্বিতীয় দিন: সকালে নাস্তা করে রওনা করবো মেঘের রাজ্যে হারিয়ে যেতে চলে যাবো নীলগিরিতে। এরপর বান্দরবানের নতুন আকর্ষন নীল দিগন্তে যাব। সেখান থেকে চিম্বুক পাহাড় এবং লাঞ্চ শেষে শৈলপ্রপাত ঘুরবো, পরে বান্দরবান শহরে নিজেদের মত করে ঘুরবো ও চাইলে শপিং করবো। অত:পর রাতের খাবার শেষে সুখস্মৃতি মনে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
- তৃতীয় রাত: বাসে বান্দরবান থেকে ঢাকা ফেরা। পরদিন ভোরবেলা ঢাকা পৌঁছানো ইনশাআল্লাহ।
প্যাকেজে থাকছেঃ
- ঢাকা টু বান্দরবান -ঢাকা আপ-ডাউন বাস টিকেট। এসি/নন এসি বাস ।
- ২ দিন সকাল, দুপুর ও রাতের খাবার এবং টি/কফি ২ বার।
- ভ্রমণে মাহেন্দ্র জীপ/চান্দের গাড়ি।
- জীপের ড্রাইভার ও হেলপারের যাবতীয় খরচ।
- সকল পার্কিং খরচ
- বান্দরবান হোটেলে এ থাকার খরচ।
- সকল পয়েন্টের এন্ট্রি টিকেট।
বান্দরবন
প্যাকেজে যা যা থাকছে নাঃ
- যাত্রা বিরতিতে কোন প্রকার খাবার।
- ব্যক্তিগত কোন প্রকার খরচ
- ট্যুর প্লানের বর্হির্ভূত কোন প্রকার খরচ।
শর্তসমূহঃ
- বুকিং-এর টাকা অফেরত যোগ্য ( কোন সমস্যার কারনে ভ্রমনে যেতে না পারলে পরবর্তীতে যে কোন ভ্রমনে বুকিং এর টাকা সমন্বয় করা যাবে)।
- কনফার্ম করার ডেডলাইন: আসন ফাঁকা থাকা সাপেক্ষে বুকিং কনফার্ম করা যাবে।
- কনফার্ম করার জন্য ডেড লাইনের মধ্যে ৫০ ভাগ টাকা বুকিং মানি হিসেবে জমা দিয়ে বুকিং কনফার্ম করতে হবে।
- বাসের আসন ও রিসোর্টের রুম বণ্টনের ক্ষেত্রে আগে বুকিং দিলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হয়।